অবস্থানঃ
উত্তরে সাতক্ষীরা জেলার তালা উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে বটিয়াঘাটা উপজেলা, এবং পশ্চিমে সাতক্ষীরা জেলার আশাশুনি ও কালিকঞ্জ উপজেলা। |
কীভাবে আসবেনঃ
খুলনা- পাইকগাছাঃ
»খুলনা সদরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কৈয়াবাজার, ডুমুরিয়া হয়ে সরাসরি চুকনগর আসতে হবে। দূরত্ব ২৯ কি.মি.। »চুকনগর থেকে আঠারো মাইল পর্যন্ত ২.৭ কি.মি. আসতে হবে। »আঠারো মাইল থেকে তালা, কপিলমুনি, গদাইপুর হয়ে আসিফ ফিলিং স্টেশন হতে ১৪০ মি. দূরত্বে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছায় আসবেন। দূরত্ব ৩১ কি.মি.। ►মোট দূরত্ব=সোনাডাঙ্গা-চুকনগর ২৯ কি.মি+চুকনগর-আঠরো মাইল ২.৭ কি.মি+আঠারো মাইল- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা ৩১ কি.মি= ৬২.৭ কি.মি ►মোট সময়ঃ বাসযোগে আনুমানিক সময় ২ ঘন্টা ২০ মি. |
যশোর- পাইকগাছাঃ
»যশোর বাসস্ট্যান্ড থেকে মনিরামপুর, কেশবপুর হয়ে চুকনগরে আসতে হবে। দূরত্ব ৪৩ কি.মি. »চুকনগর থেকে আঠারো মাইল পর্যন্ত ২.৭ কি.মি. আসতে হবে। »আঠারো মাইল থেকে তালা, কপিলমুনি, গদাইপুর হয়ে আসিফ ফিলিং স্টেশন হতে ১৪০ মি. দূরত্বে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছায় আসবেন। দূরত্ব ৩১ কি.মি.। ►মোট দূরত্ব=যশোর-চুকনগর ৪৩ কি.মি+চুকনগর-আঠরো মাইল ২.৭ কি.মি+আঠারো মাইল- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা ৩১ কি.মি= ৭৬.৭ কি.মি ►মোট সময়ঃ বাসযোগে আনুমানিক সময় ৩ ঘন্টা ৩০ মি. |
সাতক্ষীরা- পাইকগাছাঃ
»সাতক্ষীরা সদর বাসস্ট্যান্ড থেকে আঠারো মাইল আসতে হবে। দূরত্ব ২৫ কি.মি. »চুকনগর থেকে আঠারো মাইল পর্যন্ত ২.৭ কি.মি. আসতে হবে। »আঠারো মাইল থেকে তালা, কপিলমুনি, গদাইপুর হয়ে আসিফ ফিলিং স্টেশন হতে ১৪০ মি. দূরত্বে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছায় আসবেন। দূরত্ব ৩১ কি.মি.। ►মোট দূরত্ব= আঠারো মাইল ২৫ কি.মি+চুকনগর-আঠরো মাইল ২.৭ কি.মি+আঠারো মাইল- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা ৩১ কি.মি= ৫৮.৭ কি.মি ►মোট সময়ঃ বাসযোগে আনুমানিক সময় ২ ঘন্টা |
ড. মোঃ লতিফুল ইসলাম
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান
মোবাইল : ০১৭১৫৬৪৫২৬০
ফোন (অফিস) : ০৪০২৭-৫৬০৩০
ইমেইল : latiful.bfri@gmail.com
ফ্যাক্স : ০৪০২৭-৫৬০৩০
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS