Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Review of Research Progress (2022-23) and Annual Research Project Proposals (2023-24) hold on Brackishwater Station, Paikgacha, Khulna
Details

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র পাইকগাছা খুলনা এর ''বার্ষিক গবেষণা অগ্রগতি (২২-২৩) পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২৩-২৪)'' শীর্ষক “আঞ্চলিক কর্মশালা” অদ্য ১৮.০৬.২৩ ইং তারিখ কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সম্মানিত মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ মহোদয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ গোলাম সরোয়ার মহোদয়, পাইকগাছা উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মহোদয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনার সম্মানিত কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম মহোদয়।

উক্ত কর্মশালায় কেন্দ্রের বিজ্ঞানীবৃন্দ ছাড়াও মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, মাছ, চিংড়ি ও কাঁকড়া চাষী প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় বিজ্ঞানীগন ০৫ টি চলমান গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ০৫ টি নতুন গবেষণা প্রস্তাবনা এবং ০১ টি সমাপ্তকৃত গবেষণা প্রকল্প উপস্থাপন করেন।

News paper links :

News paper Link

যায়যায়দিন

https://www.jaijaidinbd.com/wholecountry/368072

ভোরের দর্পন

https://bhorerdarpan.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be/?fbclid=IwAR25dQV37zJpT0Yt1ItL2JjOoHtdOGtYJFziHoYhdy_DANHpCZVvg49upyA

 

 

Images
Attachments
Publish Date
19/06/2023
Archieve Date
31/12/2023