Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিএফআরআই এর প্রথম নারী মহাপরিচালক-ড. মোহসেনা বেগম তনু
Details

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর মহাপরিচালক হিসেবে ইনস্টিটিউট এর পরিচালক (গবেষণা ও পরিকল্পনা)  ড. মোহসেনা বেগম তনুকে নিয়োগ দিয়ে সরকার আজ প্রজ্ঞাপন জারী করেছে। তিনি ইনস্টিটিউট এর প্রথম নারী মহাপরিচালক। 
ড. মোহসেনা বেগম তনু বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি,  ময়মনসিংহ থেকে মাৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি তিনি জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মাৎস্য বিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টোরেট করেন। মেধাবী এ বিজ্ঞানী  ১৯৯১ সালে ইনস্টিটিউট এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন  এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 
তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ এবং তার উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশে ব্যবহৃত হচ্ছে।

Images
Attachments
Publish Date
23/06/2024
Archieve Date
31/07/2024