অনেক ত্যাগ আর দামের বিনিময়ে অর্জিত আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা। মহান এ বিজয় দিবস উদযাপনের জন্য লোনাপানি কেন্দ্র পাইকগাছা, খুলনা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।পুরো ক্যাম্পাস বর্ণীল আলোয় আলোকিত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা,শিশুদের চিত্রাঙ্কন, বালিশ বিতরণ, পুরুষ্কার বিতরণী সহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড.মোঃ লতিফুল ইসলাম মহোদয়। এ অনুষ্ঠানে কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস