২২/৬/২০২৪ খ্রি. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র পাইকগাছা খুলনা তে "বার্ষিক গবেষণা অবগতি পর্যালোচনা (২০২৩-২৪) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৪-২৫)" শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাননীয় সংসদ সদস্য, খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) এবং মৎস্য ও প্রনি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মোঃ রশিদুজ্জামান। অনলাইনে ভার্চুয়ালি সংযুক্ত থাকেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক জনাব ড. জুলফিকার আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। এছাড়া উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন প্রফেসর ডঃ মোঃ গোলাম সরোয়ার, প্রধান, এফএমআরটি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, জনাব আনোয়ার ইকবাল, উপজেলা চেয়ারম্যান, পাইকগাছা, জনাব মোঃ সেলিম জাহাঙ্গীর, মেয়র পাইকগাছা পৌরসভা, পাইকগাছা, খুলনা, জনাব বিশ্বজিৎ বৈরাগী, সিনিয়র সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর।। এছাড়া উক্ত প্রোগ্রামে বিভিন্ন বিজ্ঞানীগন, অফিসারবৃন্দ, বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, মৎস্য চাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত থাকেন। এ প্রোগ্রামে বাংলাদেশের উপকূলীয় এলাকার মৎস্য সম্পদ সম্পর্কে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এ প্রোগ্রামে সর্বমোট ১১ টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ৫ টি চলমান প্রকল্প ও ৬ টি নতুন প্রকল্প। অনুষ্ঠানের সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস